December 8, 2023

শেষ দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি

টানা চতুর্থ ও শেষ দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টার পর থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে সেই কর্মযজ্ঞ।

প্রতিদিনের মতো আজও উৎসব আমেজ গুলিস্তান ও আশপাশের এলাকায়। ঢাক-ঢোল পিটিয়ে মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে মনোনয়ন ফর নিচ্ছেন বা জমা দিচ্ছেন।

গত শনিবার (১৮ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম চলবে আজ বিকেল ৪টা পর্যন্ত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *