December 8, 2023

বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্টে প্রবেশ করা যাবে না

ডেস্ক সংবাদ: সুপ্রিম কোর্ট অঙ্গণে জনসাধারণের প্রবেশে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে বলে নির্দেশনা জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে বলা হয়, নির্দেশিত হয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করার জন্য বলা হলো। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখার জন্য বলা গেল। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরবরাহ করা নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হলো। অন্যথায় অবৈধ অনুপ্রবেশকারী গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *