December 8, 2023

তফসিলের আনন্দ মিছিলে বিএনপির সন্ত্রাসীরা ভেসে যাবে : মায়া

ডেস্ক সংবাদ: আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগের মিছিলে বিএনপির সন্ত্রাসীরা ভেসে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

আজ বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধ বিরোধী সতর্ক অবস্থানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মায়া বলেন, বিএনপি-জামায়াতের গত ১৪ বছর থেকে একই কথা, শেখ হাসিনা সরকারকে হটাও, সামনের শুক্রবার আমরা ক্ষমতায় যাবো, ঈদের পরে ক্ষমতায় যাবো, জুমার পর ক্ষমতায় যাবো! এভাবে তারা সাড়ে ১৪ বছর কী ১৫ বছর কাটিয়ে দিয়েছে।

ক্ষমতাসীন দলের শীর্ষ এই নেতা বলেন, আন্দোলনে যখন জনগণের সম্পর্ক না থাকে, সে যেই হোক তার পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না। আর জোড় করে, বাসে আগুন দিয়, চোরাগোপ্তা হামলা করে সরকারকে উৎখাত করা যায় না।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, শেখ হাসিনা সরকার হলো বট গাছ, একে ফেলতে গেলে ওই ধরনের শক্তি দরকার। ২৮ অক্টোবর তারা বলেছিল, শেখ হাসিনার পতন হবে, তারা ক্ষমতায় যাবে। ২৮ তারিখে যে প্যাঁদানিটা (মার) খাইছে এখন তাদের খবরই নাই। কোন গর্তে ঢুকেছে তাও খুঁজে পাওয়া যায় না। যারা গর্তে ঢুকে তারা মাজা ভাঙা দল।

তিনি বলেন, আজকে তফসিল ঘোষণা হবে। সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে। তফসিল ঘোষণা হলে নির্বাচনের জন্য তারা প্রস্তুত। আর দুই-একটা বাসে আগুন জ্বালিয়ে তফসিল ঘোষণা পেছাতে পারবে না। ঢাকা শহরে আমরা আছি।

তিনি আরো বলেন, যেহেতু তফসিল ঘোষণা হবে, আনন্দ মিছিল হবে। শত শত জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সর্বস্তরের জনগণ আনন্দ মিছিল করবে। আনন্দ মিছিলে এ সন্ত্রাসীরা ভাইসা (ভেসে) যাবে, খুইজা (খুঁজে) পাওয়া যাবে না। কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ।

নির্বাচনের জন্য আওয়ামী লীগ কতটা প্রস্তুত এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগেই বলেছি আমরা শতভাগ প্রস্তুত। আমরা সবভাবে প্রস্তুত। নির্বাচনের আগের দিন পর্যন্ত আমাদের নেতাদের সমন্বয়ে আমরা সারা বাংলাদেশ এভাবে শান্তি এবং পাহারায় থাকবো। নির্বাচন পর্যন্ত যেন কোনো বানচাল এবং ভণ্ডুল করার চেষ্টা না করে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *