February 24, 2024

ঝটিকা মিছিলে ভর করে বিএনপির সরকার পতনের আন্দোলন!

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনে রয়েছে বিএনপি। দাবি আদায়ে আন্দোলন-সংগ্রামের সুতিকাগার খ্যাত ঢাকার রাজপথ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় বিএনপি। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ করে। ২৯ অক্টোবর হরতালের পর এখন দেশব্যাপী চলছে থেমে থেমে অবরোধ কর্মসূচি। কিন্তু ঢাকায় ১০-১৫ জন নেতাকর্মী নিয়ে ঝটিকা মিছিল ছাড়া সশরীরে কোনো কর্মসূচিই পালন করতে দেখা যায়নি। এর মধ্যে আবার সিনিয়র নেতারাও অধিকাংশই অনুপস্থিত।

নেতাকর্মীদের প্রশ্ন— প্রায় পাঁচ শতাধিক নির্বাহী কমিটির সদস্য ও অঙ্গ সংগঠনের বাকি নেতারা কোথায়? অবশ্য মাঠে থাকা নেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, চলমান পুলিশি তৎপরতার মধ্যে অনেক নেতাকে মাঠে দেখা না গেলেও নিজ নিজ অবস্থান থেকে দলের হয়ে কাজ করছেন তারা। সামনের দিনে কোনো এক সময় তাদের মাঠে দেখা যাবে।

দেখা যায়, গত ২৯ অক্টোবর হরতাল থেকে শুরু করে তৃতীয় দফার অবরোধ পর্যন্ত প্রায় প্রতিদিনই সকালে রাজধানীর কোনো না কোনো প্রান্তে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ কয়েকজন অনুসারী নিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। আলাদাভাবে একই পথ অনুসরণ করেছেন দলের সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল ও ফজলুর রহমান খোকন। রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভ মিছিল করেছেন তারা। ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকেও ঝটিকা বিক্ষোভ মিছিলের প্রতিযোগিতায় দেখা গেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *