February 24, 2024

জানা গেল ‘ডাঙ্কি’ মুক্তির নতুন তারিখ

ডেস্ক সংবাদ: বলিউড বাদশা শাহরুখ খানের পাঠান-জওয়ান ঝড়ে কাঁপছে ভারত। দুটি সিনেমাই বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে। এবার মুক্তির অপেক্ষায় রয়েছে কিং খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডাঙ্কি’। রবার আনুষ্ঠানিকভাবে এ ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, এ বছর ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডাঙ্কি। এদিকে ‘ডাঙ্কি’ মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম পোস্টার। যেখানে শাহরুখ খানকে একজন সৈনিকের ভূমিকায় দেখা গেছে। পোস্টের ওপরে লেখা রয়েছে। প্রতিশ্রুতি রক্ষার জন্য একজন সৈনিকের যাত্রা…।

অপরদিকে ডিসেম্বরে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখের ‘ডাঙ্কি’ ও দক্ষিণী স্টার প্রভাসের ছবি ‘সালার’। তবে প্রভাসের সঙ্গে বক্স অফিস ক্ল্যাশ এড়াতে পেছাচ্ছে ‘ডাঙ্কি’র মুক্তি এমন আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার সব জল্পনা-কল্পনার অবসান। নির্মাতাদের নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘ডাঙ্কি’। আর ‘সালার’ মুক্তি পাবে তার ঠিক একদিন পর, ২২ ডিসেম্বর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *