আ. লীগ কার্যালয়ে সাকিব, জমা দিলেন মনোনয়ন ফরম

KOLKATA, INDIA - OCTOBER 28: Shakib Al Hasan of Bangladesh looks on as he reflects after the ICC Men's Cricket World Cup India 2023 Group Stage Match between Netherlands and Bangladesh at Eden Gardens on October 28, 2023 in Kolkata, India. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)
ডেস্ক সংবাদ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলটির মনোনয়ন ফরম জমা দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আজ দুপুর ৩টা ২০ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে ফরম জমা দেন তিনি।
এর আগে, গত শনিবার (১৮ নভেম্বর) ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনে সাকিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার প্রতিনিধি। তিন আসনেই মনোনয়ন ফরম জমা দিলেন তিনি।
সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এলে এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন। অনেকে তার সঙ্গে ছবিও তোলেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়ে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।